New Bengali shayari Sad love Text hindi | বাংলা শায়েরী 2 লাইনে
Biswas to shudhu takei kora jay
je biswas er joggo hoy
take ki kore biswas korbo
Je biswas er joggoi noy
বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়
______________________________________
Aaj ar mone pore na tomar oi kotha
aaj jibone khub khusi, vule purono sob batha
aar kono din fire jabo na purono sei jibone
notun kore chinte perechi aaj ami nijeke
আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে
______________________________________
বাংলা শায়েরী 4 লাইনে
Aaj janina tumi kothay achho
chaileo hoyto tomake khuje pabo na
jekhanei thako na kano khusi thako
aar kono din tomar kache jabo na
আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না
______________________________________
Jibon ta amaroi achhe
mon ta sudhu tomar hoye giyechilo
Mon ke ki kore bojhabo
mon aaj o to tomakei chay
জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়
______________________________________
বাংলা শায়েরী 4 লাইনে attitude
Mon pakhi aka aka kade sara bela
Mon pakhir mon niye kore sobai khela
mon pakhir mon hariye, hoye gache aka
Mon pakhir moner janalay dilo na keu dakha
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
______________________________________
Jodi kokhono mone pore dio akbar dekha
tomay ami agle rakhbo chere jabo na aka
jodi kokhono valobaso akbar bole dao
valobese amar monta niye nao
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
______________________________________
sad shayari😭 life bangla
আজ আর চাইবো না
ফিরে পেতে।
পুরোনো সেই দিন গুলো,
আজকের এই গোছানো জীবন টাকে
করবো না কারো জন্য এলো মেলো।
______________________________________
মনে রাখবো তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাকো যতদিন।
তোমাকে নিয়ে গড়বো স্মৃতির ঘর,
যদিও তুমি হয়ে গেছো আমার পর,
তবুও মিস করবো তোমায় জীবনভর।
______________________________________
বাংলা শায়েরী লেখা copy sad
চাঁদ তুমি শুনবে কি
আমার মনের কথা?
সত্যি বলছি আমিও যে
তােমার মত একা…
______________________________________
যেটা ভাগ্যে নেই…
সেটা কাঁদলেও পাওয়া যায় না!
______________________________________
আজ আর মনে পারে না
পুরোনো সেই দিনের কথা।
ভুলেও গেছি আজ,
পুরোনো দিনের সেই সকল ব্যাথা।
______________________________________
যে তোমার খুশির জন্য
হার মেনে নেয়।
তার কাছে তুমি কখনোই
জিততে পারবে না।
______________________________________
Bengali shayari love
(বিরহের স্বাদ প্রিয় আমার
মিলনের স্বাদ চাই না তাই
কবির জুটুক বিরহ আর
মিলনের স্বাদ পাক সবাই।
-মীর্জা গালিব)
______________________________________
(“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।
______________________________________
মানুষের জীবনে চাওয়ার শেষ নেই,
স্বপ্নের সমাপ্তি নেই,
আকুলতার অন্তি নেই,
আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি
আমার সব আকুলতা শুধু তোমার
মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে।
______________________________________
Hindi sad bengali shayari love
(ভালো না হয় নাই বাসো
তবু করো আসা যাওয়া
তুমি কাছে আসলে তবে
ফুসফুসে পাই হাওয়া।
-রেদোয়ান মাসুদ)
______________________________________
বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমিআ সবে
______________________________________
সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
______________________________________
New Bengali Shayari Status
আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।
______________________________________
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে,
______________________________________
কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।