Bangla shayari | বাংলা শায়েরী 2 লাইনে | बंगला शायरी हिंदी
Jodi kokhono mone pore dio akbar dekha
tomay ami agle rakhbo chere jabo na aka
jodi kokhono valobaso akbar bole dao
valobese amar monta niye nao
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
________________________________
তোমায় নিয়ে স্বপ্ন আমার
তোমায় নিয়ে যত আশা
তোমাকে দিলাম আমার
হৃদয় ভরা ভালোবাসা
________________________________
Love shayari bengali
তুমি আমার সুখের সাগর
তুমি সুখ পাখি
যেদিন তুমি উড়ে যাবে
ভরবে জলে আঁখি।
________________________________
Ai prithibite ami ki shudhu aka
jake apon kore nite chai
sei vul bujhe chole jay
amay deyna keu dekha
এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা
________________________________
প্রয়োজন কমে গেলে
কমে যায় ফোন
জিজ্ঞাস করলে বলে সে
নাকি ভীষণ ব্যাস্ত এখন।
________________________________
Bangla shayari sad
কবীর কবিতা তুমি,
তুমি সুরের বাঁশি,
ইচ্ছে করে পাখি হয়ে
তোমার কাছে ছুটে আসি।
________________________________
Din jay, din ase, somoy bodle jay
abujh pakhi bose thake purono diner asay
somoyer srote vese jay koto sopno koto asa
pkhir mon vulte parena purono diner valobasa
দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা
________________________________
Bangla shayari attitude
স্বপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও
আমার ভালোবাসা।
________________________________
আমায় ছেড়ে অন্য কাউকে
যদি কর বরণ
জেনে রেখো সেদিন প্রিয়
হবে আমার মরণ।
________________________________
Mon pakhi aka aka kade sara bela
Mon pakhir mon niye kore sobai khela
mon pakhir mon hariye, hoye gache aka
Mon pakhir moner janalay dilo na keu dakha
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
________________________________
Sad bangla shayari text
ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ!
যতক্ষণ না কোনো স্পেশাল একজন
মানুষ আপনার জীবনে এসে
এটার মানে বুঝিয়ে দেয়
________________________________
কাছে পাওয়ার চেষ্টায়..
শেষ হলো রাতটাই..
ঘুম দিলো আমাকে ফাঁকি..
ভালোবাসার জ্যোৎস্নায়..!!
________________________________
Bangla shayari text
যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো
তোমার কাছে কে প্রিয় জানিনাতো আমি
কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি ৷
________________________________
ঘুম হয়ে চলে আয়..
স্বপ্নে পাবি ঠাঁই…
এই রাত ঠিকানাহীন..
দুজনের ঘুম অর্থহীন..